Breaking News

‘কাল সবকটাকে গ্রেফতার করেছি…’গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে ‘হেনস্তা’য় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী !

প্রসেনজিৎ ধর :-গীতাপাঠের অনুষ্ঠানে এক বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন বলে দাবি। আর সেই বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে। যেই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায় গোটা বাংলায়। আর কৃষ্ণনগরের জনসভা থেকে এই ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘…কাল সবকটাকে গ্রেফতার করেছি। এটা বাংলা, ইউপি নয়। এখানে মস্তানি চলবে না। এখানে তোমাদের হুকুম চলবে না।’ তিনি আরও বলেন, ‘আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। সেকুলার হয়ে কাজ করি।’সর্বধর্ম সমম্বয়ের বার্তা দিয়ে মমতা আরও বলেন, “গীতাপাঠ তো আমরা সকলেই বাড়িতে করি। পাবলিক মিটিং করার কী দরকার? দুর্গাপুজো যখন হয়, তখন মিলেমিশে করি। আপনারা কে? যে ভেদাভেদ করছেন। আমি সবধর্মকে নিয়ে চলতে চাই। নতুন ধর্ম আমদানি করেছেন।”প্রসঙ্গত, গত রবিবার ব্রিগেডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ওইদিন সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন ২ জন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অন্যজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। অভিযোগ, গীতাপাঠের অনুষ্ঠানের শামিল হওয়া কয়েকজন যুবক তাঁদের হেনস্তা করে। প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাঁদের মারধর করার অভিযোগ ওঠে। কান ধরে ওঠবোসও করানো হয়। রিয়াজুলের প্রায় ৩ হাজার টাকা খাবার নষ্ট হয়। জানা যায়, ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন? এই প্রশ্ন তুলেই হামলা চালানো হয় তাঁদের উপর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ২ বিক্রেতাকে হেনস্তার ভিডিও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *