নিজস্ব সংবাদদাতা :- সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনিকেত মাহাতো। অনিকেতের পোস্টিং মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, রায়গঞ্জে নয়, জুনিয়র ডাক্তার অনিকেতকে পোস্টিং দিতে হবে আরজি করেই|আরজি কর থেকে সরিয়ে অনিকেত মাহাতোর পোস্টিং রায়গঞ্জে করা হয়। এই নিয়ে বিতর্ক শুরু হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে জয়ী হন অনিকেত। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ নয়, আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে।সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ জানায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করা হবে না। দু’সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর ন্যায়বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলনে সামনের সারিতে ছিলেন অনিকেত মাহাতো। তাঁর পাশাপাশি দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়াও এই আন্দোলনে মুখ্য ভূমিকায় ছিলেন। এরপরই তিন জনের পোস্টিং ঘিরে বিতর্ক শুরু হয়। দেবাশিসকে মালদহের গাজোলে এবং আসফাকুল্লাকে হুগলির আরামবাগে পাঠানো হয়। একইভাবে অনিকেতকে রায়গঞ্জে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Hindustan TV Bangla Bengali News Portal