দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বের (SIR) সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল নানা মহলে। কাজ চলছে বাংলা-সহ ১২ রাজ্যে, বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। দিন শেষ হওয়ার আগেই পাঁচ রাজ্য-সহ এক কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়িয়ে দিল কমিশন। নাম নেই বাংলার। অর্থাৎ এরাজ্যে ফর্ম জমা দেওয়া যাবে শেষ আজই।নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তামিলনাড়ু এবং গুজরাটে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বেড়ে দাঁড়িয়ে হয়েছে ১৪ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবরে ১৮ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন । উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয়েছে। তামিলনাড়ু এবং গুজরাটে আগামী ১৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরে ২৩ ডিসেম্বর বেরোবে তালিকা। উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর।
এর পাশাপাশি কমিশন জানায়, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পুনর্বিবেচনার কাজ আরও ভালভাবে শেষ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।কমিশনের কর্মকর্তাদের মতে, ভোটার তালিকার নির্ভুল প্রক্রিয়া বজায় রাখতে বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং সংশোধনের প্রয়োজনীয় তথ্য আপডেট করা- এই সবই SIR-এর মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আরও কিছুটা সময় দিলে প্রক্রিয়াটি অনেক ভালভাবে সম্পন্ন হবে।
Hindustan TV Bangla Bengali News Portal