Breaking News

বঙ্গ সফরে মোদী!মুখ্যমন্ত্রীর পর নদিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,জোরকদমে প্রস্তুতি শুরু বিজেপি

দেবরীনা মণ্ডল সাহা :- মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর এবার মতুয়া আবেগে শান দিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা।বিজেপি সূত্রে খবর, বাংলার ভোটপর্বে মোট দশটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যার মধ্যে আলিপুরদুয়ার, দমদম, দুর্গাপুর মিলিয়ে ইতিমধ্যেই তিনটি করে ফেলেছেন তিনি। আগামী কয়েক মাসের মধ্যে করবেন বাকি সাতটি। যার সূচনা হতে চলেছে রানাঘাটের হাত ধরেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাটের তাহেরপুর এলাকায় নিজের জনসভা করবেন মোদী। ইতিমধ্যেই নির্ধারিত ময়দানে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির কাজ। বলে রাখা প্রয়োজন এই তাহেরপুর আবার একেবারে উদ্বাস্তু অধ্যুষিত এলাকা।মোদীর সভার জন্য শুক্রবার প্রস্তুতি বৈঠক সারল বিজেপি। শুক্রবার নদিয়ার তাহেরপুরে একটি বেসরকারি লজে হ‌ওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী-সহ রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সব বিজেপি বিধায়করা।এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আগামী ২০ তারিখ তিনি আসছেন। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে। বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন গঙ্গা বাংলা হয়েও যায়। তাই আমরা আশা করব, বিহারের মতোই বদল এখানেও দেখা যাবে।’ কিন্তু প্রচারকাজের সূচনা রানাঘাট দিয়ে কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাজ্যে ঠাকুরনগরের পাশাপাশি মতুয়াগড় বলে পরিচিত এই নদিয়া জেলার রানাঘাট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *