প্রসেনজিৎ ধর :-সরকারি হাসপাতালে রোগী হেনস্থা। অসুস্থ রোগীকে সপাটে চড় মারার অভিযোগ কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বর জুড়ে। কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবার পরিজনেরা। ওই রোগীনির নাম মৌ মণ্ডল, বাড়ি শিলিগুড়ি এলাকাতেই। রোগীনির পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মৌ মণ্ডল নামে এক মহিলাকে। তাঁকে হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রোগীকে প্রাথমিক পরীক্ষা করেন। পরে তাঁর পরিবারের সদস্যদের ডেকে জানানো হয়, তাঁর কিছুই হয়নি। হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়ার কথাও বলা হয়।যদিও মৌ মণ্ডলকে বাড়ি নিয়ে যাওয়ার পথে ফের হাসপাতাল চত্বরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ফের দ্রুত তাঁকে অবজারভেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই রোগিনীকে চিকিৎসক সপাটে চড় মারেন। পরে ওই মহিলা অবজারভেশন ওয়ার্ড থেকে বেরিয়ে পরিবারের লোকজনদের ঘটনার কথা জানান। এরপরেই ক্ষোভ ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে। অসুস্থ বলেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাহলে কর্তব্যরত চিকিৎসক কীভাবে এই কাজ করতে পারেন? সেই প্রশ্ন উঠেছে। হাসপাতাল চত্বরেই চলতে থাকে তুমুল বিক্ষোভ |
Hindustan TV Bangla Bengali News Portal