দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলার ভোটার হতে চেয়ে আবেদন করলেন সি ভি আনন্দ বোস। তাঁর কথায়,” এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবি ‘বোস’। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস, আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই।”বৃহস্পতিবার সকালে চৌরঙ্গী বিধানসভার ১৬২-র ৩৮ নম্বর পার্টের ৪৫ নম্বর ওয়ার্ডের বিএলও গৌরাঙ্গ মালাকার রাজ্যপালের কাছে যান। রাজ্যপালের নাম রয়েছে এজি বেঙ্গল বুথে। এদিন বিএলও’র সঙ্গে যান অশোক তিওয়ারি এবং জয়ন্ত ঘোষ। তাঁরা দুজনেই সুপারভাইজার। গৌরাঙ্গ মালাকার বলেন, “রাজ্যপালকে এর আগে আমরা সমস্ত ফর্ম দিয়ে গিয়েছি। উনি নতুন ফর্ম ফিল আপ করবেন। সেই ফর্ম আমরা আজ গ্রহণ করতে এসেছি।” সিভি আনন্দ বোস যখন বাংলার রাজ্যপাল হয়ে এসেছিলেন, তখনই তিনি স্পষ্ট করেছিলেন বাংলা ভাষাটাকে ঠিক কতটা ভালবাসেন। কতটা নেতাজির আদর্শ মেনে চলেন। বাংলা শিখতেই উদ্যোগী ছিলেন তিনি। সরস্বতী পুজোয় রাজভবনে ‘হাতেখড়ি’ও হয়েছিল তাঁর|
Hindustan TV Bangla Bengali News Portal