Breaking News

রিলস তৈরির নেশায় ট্রেনের মাথায়,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোমার মতো ফেটে গেল কিশোর!বর্ধমানের ঘটনা

প্রসেনজিৎ ধর :- ট্রেনের মাথায় উঠে রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক কিশোরের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান ও বীরভূমের সীমান্তবর্তী জ্ঞানদাস কাঁন্দরা স্টেশনে। উচ্চ বিভবপার্থক্যযুক্ত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে ওই কিশোরের। এতে ট্রেন চলাচলে তেমন প্রভাব না পড়লেও স্টেশনে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে কাটোয়া জিআরপি। মৃত দিশান চৌধুরী। বছর ষোলোর ওই কিশোর কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল স্কুলের ছাত্র। সোমবার সকালে তিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরয় দিশান। কান্দরা স্টেশনে যায় সে। ৩ নম্বর প্ল্যাটফর্মে একটি পরিত্যক্ত ট্রেন ছিল। মোবাইল হাতে একেবারে ট্রেনের মাথায় উঠে পড়ে। রিলস বানানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরের স্পর্শেই ঘটে অঘটন। মুহূর্তে ঝলসে যায় দিশান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।দিশানের মামা হাসিদ মুরুল আবেদিন জানান, “সোমবার সকালে ভাগ্নে কান্দরা স্টেশনে যায়। তিন বন্ধুও সঙ্গে ছিল। ট্রেনের মাথায় উঠে রিলস বানানো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। আমরা খবর পাওয়ামাত্রই দৌড়ে যাই।” পরিবার সূত্রে খবর, পড়াশোনায় খুব খারাপ ছিল না দিশান। প্রতি বছর ভালো নম্বর পেয়ে পাশ করত। এই বছর ছিল মাধ্যমিক। তবে ইদানীং নাকি স্মার্টফোনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছিল সে। ঘন ঘন রিলস বানাত। তা নিয়ে বাড়িতে বকাঝকাও খেত সে। তবে কারও বারণে কোনও কাজ হত না। স্মার্টফোনের প্রতি অতিরিক্ত নেশাই শেষমেশ প্রাণ কাড়ল দিশানের। এই ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *