Breaking News

বইপ্রেমীরা স্বস্তিতে!কলকাতা বইমেলা উপলক্ষ্যে চলবে স্পেশাল মেট্রো-বাস

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৪০ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। সল্টলেকের বই মেলা প্রাঙ্গনে লাখ লাখ মানুষকে সহজে পৌঁছে দিতে উদ্যোগী রেল ও রাজ্য। মঙ্গলবার থেকেই শিয়ালদহ-সল্টলেক সেক্টর মেট্রো রুটে বাড়তি পরিষেবা মিলবে। এই করিডোরে করুণাময়ী স্টেশনে নেমেই মেলা মাঠে ঢুকে পড়তে পারে আমজনতা। অন্য সময়ে রবিবার এই মেট্রো রুট সম্পূর্ণ বন্ধ থাকে। তবে বইমেলা চলাকালীন এই মেট্রো রবিবারেও চালু থাকবে। আগামী ২ ও ৯ ফেব্রুয়ারি দুপুর সোওয়া ২ টো থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। সবমিলিয়ে এই দুই ছুটির দিনে সবমিলিয়ে ৭৪টি মেট্রো পরিষেবা চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে বছরের অন্যান্য সময়ে সোমবার থেকে শনিবার সারাদিনে আপ-ডাউন মিলিয়ে ১০৬টি মেট্রো পরিষেবা চলে। বইমেলার জন্য ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১২২টি মেট্রো পরিষেবা চলবে। আগামী যে কটা দিন বইমেলা চলবে সেইসব দিনগুলিতে বাড়তি সরকারি বাস চালানো হবে। মেট্রো রুটেও চলবে সরকারি বাস। কারণ যেসব যাত্রী মেট্রোতে গেলে লাভবান হবেন না তাঁরা সরকারি বাসে বইমেলা থেকে নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন। আবার যাঁরা বইমেলা আসতে চান কিন্তু মেট্রো সুবিধা সে পথে নেই তাঁদের জন্যও থাকছে বাস পরিষেবা। এমনটাই ব্যবস্থা করেছে রাজ্যের পরিবহণ দফতর। বইমেলার জন্য ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপুল পরিমাণ সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। যাতে বইপ্রেমীদের কোনও অসুবিধা না হয়।তবে এই পরিষেবার জন্য পরিবহণ দফতর ‘‌স্পেশাল বাস’‌ চালাবে। বইমেলা উপলক্ষ্যে ‘‌স্পেশাল বাস’‌ চালাবে রাজ্য সরকার বেশ কয়েকটি রুটে। ইতিমধ্যেই পরিবহণ দফতর সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। বইমেলা চলাকালীন কয়েকশো বাড়তি সরকারি বাস সল্টলেক করুণাময়ী হয়ে নানা জায়গায় চলাচল করবে। কারণ দু’‌দিন আগেই রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৈঠক করেছে সমস্ত সরকারি বাস সংগঠনের সঙ্গে। এই ইভেন্ট ভিত্তিক বাস চালানো এবং যাত্রীমুখী রুটে বাস চালানোর সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছে। আর তাই এবার গড়িয়া, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, জোকা, বারাসত, এয়ারপোর্ট, বেহালায় সরকারি বাস চালানো হবে। বইমেলা প্রাঙ্গণ থেকে রাত পর্যন্ত এইসব রুটে বাস মিলবে। এক্ষেত্রে এসি–নন এসি সবরকমের বাস পরিষেবা পাবেন যাত্রীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *