Breaking News

জন বার্লা, শঙ্কুদেব পণ্ডা সহ ৩২ জন বঙ্গ বিজেপির ৩২ নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার শাহের মন্ত্রকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আচমকা বাংলার ৩২ জন বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। সেই তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের বিজেপি নেতা জন বার্লা থেকে দক্ষিণবঙ্গের নেতা শঙ্কুদেব পাণ্ডা, আইপিএস দেবাশিস ধর-সহ একাধিক নেতা।জানা গিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ জন বার্লার নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্র। চব্বিশের লোকসভা ভোটে দল টিকিট না দেওয়ায় বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল বার্লা। অন্তর্ঘাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার খবর সামনে আসে। ঘাসফুল শিবিরেও যোগ দেওয়ার খবর হাওয়ায় ভাসছিল। এরপরই বার্লার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিল কেন্দ্র।স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে দুই বঙ্গের একাধিক নেতার। এদের মধ্যে জন বার্লা, শঙ্কুদেব পণ্ডার পাশাপাশি রয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস, ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু, বিজেপি নেত্রী প্রণতি মাঝি।বাকিরা হলেন, বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য, কোচবিহারের নেতাঅভিজিৎ বর্মন, দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস, রাজ্য নেতা অজয় রায়, নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, উলুবেড়িয়ার অরুণোদয় পাল চৌধুরী, আরামবাগের অরূপকান্তি দিগর, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার ২নম্বর ওয়ার্ডের অশোক কাণ্ডারি, জগদীশপুরের অশোক পুরকায়স্থ, দক্ষিণ ২৪ পরগনার মন্দির ব্রজ, উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার, ডায়মন্ড হারবারের দেবাংশু পাণ্ডা, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা দীপক হালদার, রাজ্য নেতা জয়দীপ ঘোষ, জীবেশচন্দ্র বিশ্বাস, লোকনাথ চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদের বিজেপি নেতা নির্মল সাহা, রাজ্যের বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্যের আহ্বায়ক পলাশ রানা, বোলপুরের পিয়া সাহা, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, ঘাটালের জেলা সভাপতি তন্ময় দাস, কোচবিহার জেলার সাধারণ সম্পাদক তাপস দাস |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *