Breaking News

নবান্নের সামনে ধর্নায় আপত্তি!আইপ্যাকের ঘটনার প্রতিবাদে শুভেন্দুর আবেদন খারিজ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আইপ্যাক তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দেওয়ার প্রতিবাদে নবান্নের সামনে ধর্না কর্মসূচি করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার বিজেপির এই আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷গত ১৬ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ধর্না করার অনুমতির আর্জি খারিজ করে দেন। এরপরে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি।এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ৫০ জন বিধায়ক নিয়ে নবান্নের সামনে ধর্না দেওয়া যাবে না। বিকল্প জায়গা হিসেবে মন্দিরতলার মতো বিকল্প জায়গা বেছে নিতে আগেই বলা হয়েছিল বিজেপিকে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় বিজেপি।গত ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন এবং সল্টলেকের অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তল্লাশির মাঝেই প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’টি জায়গা থেকেই বেশ কিছু নথি তিনি নিয়ে বেরিয়ে আসেন বলে অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করে নবান্নের সামনে ধর্নায় বসার কর্মসূচি নিয়েছিলেন শুভেন্দু।তবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছিল, নবান্নের সামনে নয়, কিছুটা দূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্না করতে পারবেন শুভেন্দু অধিকারী ও বাকি বিজেপি বিধায়করা। কোনও মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, পঞ্চাশের বেশি বিধায়ক নিয়ে জমায়েত নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *