Breaking News

সিঙ্গুর থেকে দিল্লি!অভিষেকের হুঁশিয়ারি সত্যি করে বুধেই দিল্লি যাচ্ছেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন বা ‘এসআইআর’ প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ এবার আছড়ে পড়তে চলেছে খোদ রাজধানীর বুকে । এসআইআর-এর বিরোধিতা করে এতদিন বাংলা জুড়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সেই প্রতিবাদের আঁচ সরাসরি দিল্লিতে পৌঁছে দিতে চলেছেন তিনি । পূর্বঘোষিত হুঁশিয়ারি মেনেই আগামিকাল, অর্থাৎ বুধবার দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী । দলীয় সূত্রে খবর, সিঙ্গুরে প্রশাসনিক সভা ও জনসমাবেশ শেষ করেই সোজা দমদম বিমানবন্দর থেকে দিল্লির বিমানে উঠবেন মুখ্যমন্ত্রী ।এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আপত্তি আরও স্পষ্ট হয়। দলীয় নেতৃত্বের দাবি, সংশোধনের নামে বহু ক্ষেত্রে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বিষয়টি নিয়ে সরব। এক জনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।এই প্রেক্ষাপটে তাঁর এই দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। সূত্রের দাবি, এসআইআর প্রক্রিয়ার ফলে যাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে দাবি, সেই পরিবারগুলির প্রতিনিধিদের নিয়ে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে রাজ্যের পরিস্থিতিকে জাতীয় স্তরে তুলে ধরাই তাঁর কৌশল বলে মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *