Breaking News

কেন হচ্ছে এসআইআর,কোনও ব্যাখ্যা নেই!এসআইআরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে নতুন মামলা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যের এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক আরও তীব্র হল। এই নিয়ে আরও একটি নতুন মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে| এসআইআর প্রক্রিয়ার যৌক্তিকতা এবং তার পক্ষে নির্দিষ্ট কারণ দর্শানোর নথি প্রকাশ না করার অভিযোগে নতুন মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তুলে ধরেন এক আইনজীবী।আদালত সূত্রে খবর, আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হতে পারে।
এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সামান্য বিষয়েও নাগরিকদের এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে একাধিকবার প্রকাশ্যে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী এসআইআর-এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনকে একাধিক চিঠিও পাঠিয়েছে রাজ্য। এসআইআর সংক্রান্ত মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি একাধিক দিকনির্দেশও দেওয়া হয়।এর মধ্যেই কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে একটি নতুন মামলা দায়ের করা হল। নতুন মামলায় আবেদনকারীর অভিযোগ, স্পেশাল রিভিশন করার জন্য যে নির্দিষ্ট কারণ দেখানো প্রয়োজন, তা কোথাও স্পষ্ট করা হয়নি। কেন এই এসআইআর প্রক্রিয়া চালু করা হয়েছে, তার কোনও লিখিত ব্যাখ্যা বা নথি প্রকাশ্যে আনা হয়নি বলেও দাবি করেছেন আবেদনকারী। আবেদনে আরও জানানো হয়েছে, তথ্য জানার অধিকার আইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনও নথি সরবরাহ করা হয়নি। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চান আবেদনকারী। এই মামলায় আদালত কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *