Breaking News

‘কাজের চাপ কমাতেই তিন আধিকারিকের বদলি’, নির্বাচন কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। তার মাঝে তিন আইএএস অফিসারকে বদলি করা নিয়ে নবান্নের কাছে জবাবদিহি চেয়েছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তার জবাব দিল নবান্নে। জবাবি চিঠিতে রাজ্য সরকারের তরফে জানানো হল, তাঁদের উপর প্রচুর কাজের চাপ ছিল। সেই চাপ কমাতে তাঁদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠিতে এই জবাব দিয়েছে নবান্ন। চিঠিতে এই আবেদনও জানানো হয়েছে, রাজ্যের এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হোক।সূত্রের খবর, ওই চিঠিতে রাজ্য লিখেছে, “যেহেতু ওই তিন অফিসার এসআইআর-এর কাজ করছেন, রোল অবজার্ভার হয়েছেন, তাই তাঁদের কাজের চাপ কমাতেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। আর ঠিক সেই কারণেই তাঁদের কম গুরুত্বপূর্ণ জায়গায় পাঠানো হয়েছে, যাতে চাপ না বাড়ে।” সূত্রের খবর চিঠিতে এও লেখা হয়েছে, কমিশন যেন রাজ্যের এই সিদ্ধান্তে মান্যতা দেয়।ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখাই ছিল কমিশনের মূল উদ্দেশ্য। সেই কারণেই আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এসআইআর চলাকালীন এই কাজে যুক্ত কোনও আধিকারিককে কমিশনের অনুমতি ছাড়া বদলি করা যাবে না। কিন্তু রাক্যের বিরুদ্ধে সেই নির্দেশ কার্যত অমান্য করে তিন আধিকারিককে বদলির অভিযোগ তোলে কমিশন। যা নিয়ে এত চিঠি চালাচালি। কমিশন জানিয়েছে, ২৮ নভেম্বর ২০২৫-এ ১২ জন ইলেক্টোরাল রোল অবজার্ভার এবং ৫ জন ডিভিশনাল কমিশনারকে নিয়োগ করা হয়। এসআইআর প্রক্রিয়ার স্বার্থে তাঁরা নির্বাচন কমিশনের কাছে ‘ডিমড ডেপুটেশন’-এ রয়েছেন। কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার ১ ডিসেম্বর ২০২৫, ২০ জানুয়ারি ২০২৬ এবং ২১ জানুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি জারি করে তিন জন ইলেক্টোরাল রোল অবজার্ভারকে বদলি করেছে। যা যুক্তিসঙ্গত নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *