দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতার রাস্তায় বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। আগামী ২,৩, ৬,৭,৯, ১০,১১, ১২ ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে, সে কথা মাথায় রেখেই নতুন করে কিছু ট্র্যাফিক বিধি জারি করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই সময় শহরের যানজট এড়াতে কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পণ্যবাহী যান যেমন, এলপিজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল ও মাছ সকাল ৮টা পর্যন্ত শহরের রাস্তায় চলাচল করতে পারবে। এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহরের মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলির আশেপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এমনকি প্রয়োজন হলে বিকল্প রাস্তা দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। গত ২০ জানুয়ারির মধ্যে বেশিরভাগ স্কুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রদানের কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠভাবে চলে তার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।কলকাতা পুলিশ জানিয়েছে, যেখানে যেখানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরিস্থিতি বুঝে কিছু রাস্তায় যানবাহনের পথ ঘোরানোও হতে পারে। পাশাপাশি, পরীক্ষার জন্য আগে থেকে যে সমস্ত বিধি জারি রয়েছে, সেগুলির সঙ্গেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
Hindustan TV Bangla Bengali News Portal