Breaking News

পূর্ব মেদিনীপুরের ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখার অভিযোগ!রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

প্রসেনজিৎ ধর :- রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রাপকরা ৷ কারণ গ্রামপঞ্চায়েত বিজেপির ৷ কেন বন্ধ, তা জানতে চেয়ে বৃহস্পতিবার রাজ্যের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট |বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার অন্তর্গত ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ৷ অভিযোগ, এই কারণে সেখানকার প্রায় সাত হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য অর্থ পাচ্ছেন না ৷ তাঁরা বিজেপির সমর্থক হওয়ায়, এই সরকারি প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে ৷ এনিয়ে হাইকোর্টে মামলা করেন বাকচা পঞ্চায়েত সমিতির সদস্য সুনীতা মণ্ডল সাহু|
এ দিন শুনানিতে মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, গত সেপ্টেম্বর মাস থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ অর্থ দেওয়া হচ্ছে না মহিলাদের। রাজ্য সরকার এই প্রকল্পে ১২০০ টাকা করে দেয় তফশিলি জাতির মহিলাদের। ‘জেনারেল’ মহিলাদের দেওয়া হয় মাসে ১০০০ টাকা। অভিযোগ, সাত হাজার মহিলাকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
যদিও এ দিন রাজ্যের আইনজীবী অমল সেন জানান, নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর এই অর্থ দেয়। সেখানে ওই এলাকা থেকে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। আদালতে সেই বিষয়ে রিপোর্ট দেওয়া হবে বলেও জানান তিনি। এর জন্য আদালতের কাছে কিছুটা সময় চান তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। যদিও মামলার জন্য প্রকল্পের টাকা বন্ধ রাখা যাবে না, এই নির্দেশও দিয়েছে আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *