Breaking News

‘দিদি বিজেপি-র বিরুদ্ধে একা লড়ছেন, আমাদের সবার সমর্থন থাকবে’! নবান্নে বৈঠক শেষে মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশ যাদবের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের পরে বলেন, “অখিলেশ ও কিরণ দা আমার সাথে আজ দেখা করতে এসেছেন। অখিলেশ দারুণ কাজ করছে, ওকে আগামীর জন্য শুভকামনা।”পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন অখিলেশ। তাঁর সঙ্গে ছিলেন এসপি নেতা তথা বাম আমলের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। মমতাকে পাশে নিয়েই অখিলেশ বলেন, ‘‘গোটা দেশে কেউ যদি বিজেপি-কে মোকাবিলা করে থাকেন, তা হলে সেটা করছেন এখানকার (পশ্চিমবঙ্গের) মুখ্যমন্ত্রী।’’ অখিলেশের এই মন্তব্য সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী পরিসরের জন্য ‘তাৎপর্যপূর্ণ’। কারণ, অখিলেশ কেবল মমতাকে বিজেপি-বিরোধী লড়াইয়ে ‘শ্রেষ্ঠ’ আখ্যা দিয়েছেন তা-ই নয়। ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, দেশের প্রধান বিরোধীদল কংগ্রেসও মমতার মতো লড়াই করতে পারছে না কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে। কোন কংগ্রেস? যে কংগ্রেস সম্পর্কে আঞ্চলিক দলগুলি প্রায়ই ‘দাদাগিরি’র অভিযোগ তোলে। বিহারের নির্বাচনেও আসন সমঝোতার পর্বে সেই অভিযোগ বারংবার উঠেছিল। এ হেন দলগুলির নেতাদের বক্তব্য, কংগ্রেস মুখে বলে দেশের ২৫০টির বেশি আসনে তাদের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই। কিন্তু ফলিত স্তরে তার ছিটেফোঁটাও দেখা যায় না। অখিলেশের কথায় পরোক্ষে হলেও সেই ইঙ্গিত ধরা পড়েছে।
পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী অখিলেশ বলেন, “দিদিকে বারবার সমস্যায় ফেলতে চাইছে। আমাদের আশা দিদি আবার বিজেপিকে হারাবেন। এখানের জনতা বিজেপিকে হারাবে”।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *