Breaking News

পিছিয়ে যাচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন!কবে হতে পারে বাজেট পেশ?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আরও পিছল। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে সেই অধিবেশন। একইসঙ্গে কবে রাজ্য বাজেট হবে তা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কারণ, দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এবারের বাজেট আদতে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট। আদতে ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে।উল্লেখযোগ্য ভাবে, তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এটাই শেষ বাজেট। বিধানসভা ভোটের মুখে আদতে এটি হবে একটি ভোট অন অ্যাকাউন্ট | আগে বিধানসভা সূত্রে স্পষ্ট করে জানানো হয়েছিল, ৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট (সাপ্লিমেন্টারি) পেশ করা হবে। দিনক্ষণ নিজেই জানিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সূচি কার্যত ভেস্তে গিয়েছে। অধিবেশন শুরু এবং বাজেট—দুটোই পিছিয়ে যাওয়ায় কবে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রশাসনিক মহলে আপাতত আলোচনা চলছে, ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন শেষ হওয়ার কথা ছিল ৫ ফেব্রুয়ারি। কিন্তু নতুন করে শোনা যাচ্ছে, অধিবেশন চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কেন এই দেরি, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি। তবে নবান্ন এবং বিধানসভা সূত্রে দু’টি কারণ নিয়ে জোর আলোচনা চলছে।
প্রথমত, জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় কর্মসূচি রয়েছে। ২৮ তারিখ আবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মসূচি ও সাংগঠনিক ব্যস্ততার সঙ্গে অধিবেশনের সূচি মেলাতেই এই বদল বলে অনেকের ধারণা। দ্বিতীয়ত, ভোট অন অ্যাকাউন্ট পেশ হলেও বাজেট তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যেহেতু এই বাজেট চার মাসের জন্য, তাই হিসেব-নিকেশে বাড়তি সময় লাগছে বলে মনে করছে প্রশাসনিক মহল। ভোটের পর নতুন সরকার গঠিত হলে, সেই সরকার ফের একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *