Breaking News

জল নিয়ে ভোগান্তির আশঙ্কা! বেহালা, টালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল বন্ধ থাকবে শনিবার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জানুয়ারির শেষে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ থাকছে। আগামী শনিবার এই জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। শনিবার সকালের পরে গার্ডেনরিচ জল প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। যার ফলে জল পাবে না দক্ষিণ-পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা।সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি অর্থাৎ রোববার সকাল থেকে আবার পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে। তবে পুরসভার সূত্রের খবর, শনিবার সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত স্বাভাবিকভাবে জল পরিষেবা থাকবে। তারপরেই বন্ধ করে দেওয়া হবে জল। আবার রবিবার সকাল থেকে স্বাভাবিকভাবে এই পরিষেবা দেওয়া শুরু হবে।এর ফলে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর ও জোকা এলাকার ন’টি বরো এলাকায় প্রভাব পড়বে। কোথাও সারাদিন বন্ধ থাকবে জল পরিষেবা। আবার কোথাও আংশিকভাবে জল সরবরাহ ব্যাহত হবে।গার্ডেনরিচের এই পাম্পিং স্টেশন থেকে রোজ প্রায় ১৭ থেকে ১৮ কোটি গ্যালন জল সরবরাহ করা হয়। এবং যেখান থেকে বেহালা, মহেশতলা, গার্ডেনরিচ-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল পৌঁছে যায়। ৩১ জানুয়ারি জল সরবরাহ বন্ধ থাকলে সাধারণ মানুষ যে বেশ সমস্যায় পড়বেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *