বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ‘বিজেপির লোকেরা যদি ভোটের সময় টাকা দিতে আসে পাঁচহাজার,দুহাজার, পাঁচশো টাকা ওই টাকাটি নিয়ে নেবেন,ওই টাকাটি আপনাদের টাকা আর ভোটটা দেবেন জোড়া ফুলে”বারুইপুরের প্রচার সভায় বিজেপিকে এইভাবেই বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ওরা উন্নয়ন কিছু জানে না দিদি ১০ বছরের ৬৮ টি প্রকল্প করে জনসাধারণ সামনে তুলে ধরেছেন কেউ বাদ যায়নি একটিও প্রকল্প থেকে |
শুক্রবার বারুইপুর পূর্বে ঘাসফুল শিবিরের হয়ে একুশের ভোটযুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিভাস সর্দার | তাঁরই হয়ে এদিন জনসভা করলেন তৃণমূল যুবর সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়| মঞ্চ থেকে একের পর এক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘বিজেপি আয়ুষ্মান ভারত বাংলায় ১০ শতাংশ মানুষকে দিতে চেয়েছিল | মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা তাঁকে ভোট দিয়েছে তিনি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা দেয়নি তাদেরও মুখ্যমন্ত্রী | তাই তিনি সবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন | বাংলার মানুষ যে রাজনৈতিক দলই যুক্ত থাকুক, তৃণমূল সরকারের সব প্রকল্পের সুবিধা পাবে | আমাদের জাতি-ধর্মের বিচার নেই |’এদিন তিনি আরও বলেন, ‘বিজেপি সরকার আচ্ছে দিনের লোভ দেখিয়েছিল | কিন্তু সেই আচ্ছে দিন কোথায়? রান্নার গ্যাসের, পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে | মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মাথায় বাড়তি করের বোঝা চাপাননি | বিজেপির সরকার মিথ্যাবাদী সরকার | প্রতি বছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে | ৭ বছরে ৫ লাখ ২৫ হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে | সেই টাকা থেকেই সামান্য টাকা পাঠিয়ে বলছে মোদিজি পাঠিয়েছেন | এই টাকা আমাদের করের টাকা, বিজেপির টাকা নয় |’