বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- বিধানসভা নির্বাচনে এ রাজ্য পাখির চোখ বিজেপির | আর তাই এ রাজ্যে প্রচার চলছে মোদি,জেপিনাড্ডা থেকে শুরু করে অমিত শাহদের | একাধিক জনসভার পর শুক্রবার বারুইপুরে রোড শো করলেন অমিত শাহ| এদিন বিকেলে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী দেবোপম চট্টোপাধ্যায়ের সমর্থনে একটি রোড- শোতে অংশ নেন দলের প্রবীণ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| এদিন বারুইপুর রবীন্দ্র ভবন থেকে স্টেশন পর্যন্ত এই রোড-শো হয় | রাস্তার দু’পাশে মানুষ ভিড় জমিয়েছিলেন |জনগণও শাহর উদ্দেশ্য ফুল ছোঁড়েন | এদিন অমিত শাহ বলেন, ‘নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতবেন | প্রথম দুই দফার নির্বাচনে ৬০টি কেন্দ্রের মধ্যে ৫০-এর বেশি কেন্দ্রে বিজেপি জিতবে | প্রত্যেক দফায় আমরা তৃণমূলের থেকে ভালো ফল করব | দক্ষিণ ২৪ পরগণাতেও বিজেপি বড় ব্যবধানে জিতব|’তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগণায় আসন জিততে মরিয়া বিজেপি | তাই নির্বাচনের আগে পূর্ণ শক্তি দিয়ে প্রচারে নেমেছে গেরুয়া শিবির |