Breaking News

‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই কমিশন চালাচ্ছেন,ওঁকে চেয়ারম্যান করে দেওয়া হোক’অমিত শাহকে কটাক্ষ মমতা বন্দোপাধ্যায়ের

প্রসেনজিৎ ধর :- ভোটগ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল নন্দীগ্রাম | দিনের শেষে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছিল | শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন,“স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই কমিশন চালাচ্ছেন | ওঁকে চেয়ারম্যান করে দেওয়া হোক |” নন্দীগ্রামে মমতা হারছেন বলে আজ উত্তরবঙ্গের একাধিক জনসভা দাবি করেছেন অমিত শাহ | পাল্টা দাবি করলেন তৃণমূল নেত্রীও | দিনহাটার সভা থেকে অমিত শাহকেও নিশানা করেন মমতা | বলেন, “দিল্লিতে বসে আছে আমাদের হোম মিনিস্টার | কিছুই করে না। দাঙ্গাবাজি, ধান্দাবাজি, বিরোধীদের ঘরে সিবিআই -ইডি ঢুকিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করে না | কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে ভোটের সময়ে কেন তদন্ত সংস্থাগুলোকে পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে? সারা বছর কী করো? নির্বাচন কমিশন আমাদের কথা শুনছে না | কাল নন্দীগ্রামে দেখলাম কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে তাণ্ডব চালিয়েছে| এদের সঙ্গে রয়েছে আমাদের কিছু দালাল | আপনাদের এলাকাতেও তাণ্ডব করবে | প্রতিদিন পুলিসের লোক বদল করছে কমিশন | অমিত শাহ নির্বাচন কমিশন চালাচ্ছে | ওকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরিয়ে কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হোক | এদিন আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমরাই আসছি, অন্য কেউ আসবে না |” তাঁর কথায়, বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে | কিন্তু আমজনতা তাতে বিশ্বাস করবে না বলেই আশাবাদী তৃণমূল সুপ্রিমো | এদিন দৃপ্ত কন্ঠে তৃণমূল নেত্রী বলেন, “ওদের টাকা আছে | কিন্তু টাকার জোরে সব হয় না | মনের জোরে হয়। আর মনের জোরেই এক পায়ে লড়ছি আমি |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *