Breaking News

প্রচার সেরে ফেরার পথে পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপি নেতাকে মারধর, মুখে প্রস্রাব! কাঠগড়ায় তৃণমূল

সুবীর কর, বীরভূম :- ভোটের মরশুমে বিজেপির বুথ সভাপতিকে মারধর ও মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | ঘটনাটিকে কেন্দ্র রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের মেচেদা | জানা গেছে, প্রচার সেরে গভীর রাতে মেচেদায় বাড়ি ফেরার সময়ে ওই কর্মীর উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে | আক্রান্ত বিজেপি কর্মী শ্যামসুন্দর দাসের অভিযোগ, বুধবার রাত বারোটা নাগাদ বাড়ি ফেরার সময়ে আচমকা তাঁকে ঘিরে ধরে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী| মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ | তারপর, তাঁর গায়ে মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ | স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাঁকটিয়া জানুবোসান ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে | সকালে আক্রান্ত বিজেপি কর্মীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে | আক্রান্ত এই বিজেপি কর্মী পাঁচ নম্বর বুথের বুথ সভাপতি | এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা নাজিমূল ইসলাম ওরফে পাঁচু ও তাঁর পাঁচ সঙ্গীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির | যদিও, এই হামলার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব | শাসক শিবিরের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে | পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা অখিল গিরি বলেন, “আমি এখনও এরকম কিছু জানি না | ঘটনার তদন্ত হবে| যদি তৃণমূল এহেন কোনও ঘটনার সঙ্গে যুক্ত থেকে থাকেন শাস্তি পাবেন |” এবিষয়ে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছন বিজেপি নেতারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *