দেবরীনা মণ্ডল সাহা :- দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে | বাংলাতেও অবস্থা খুব ভালো নয় | এই অবস্থায় শেষ দুই দফার ভোটে করোনা নিয়ে যথেষ্ট সতর্কতা বজায় রাখা হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন | আগামীকাল রাজ্যে সপ্তম দফা নির্বাচন| ৫ জেলার ৩৪ আসনে ভোট | কোভিড বিধি যাতে কড়াভাবে পালন করা হয়, সেজন্য একাধিক পদক্ষেপও করেছে | সবার আগে যেটা করেছে, তা হল বুথের সংখ্যা বাড়ানো | এই দফায় মোট বুথের সংখ্যা ১২,০৬৮ | এর মধ্যে রয়েছে ৯,১২৪টি প্রধান এবং ২,৯৪৪টি অতিরিক্ত বুথ | কমিশন আগেই জানিয়েছিল, কোনও বুথে এক হাজারের বেশি ভোটার হলে অতিরিক্ত ভোটারদের জন্য আলাদা বুথ করা হবে | যেমন গত বছর বিহার নির্বাচনে হয়েছিল| কমিশন ভোটের লাইনে দূরত্ব-বিধির কথা বললেও বিগত দফার ভোটগুলিতে অনেক বুথেই নূন্যতম দূরত্ব-বিধি বজায় রাখতে দেখা যায়নি ভোটারদের | তবে বর্তমান পরিস্থিতিতে ওই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করছে কমিশন | এই দফায় কমিশনের দেওয়া কোভিডের সমস্ত গাইডলাইন মেনে চলার কথা বলা হচ্ছে | এ প্রসঙ্গে রাজ্য নির্বাচনী আধিকারিকের এক কর্তা জানান, সপ্তম দফায় কোভিড বিধিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি | প্রথমেই আমরা ভোট পরিচালনার কাজে যুক্ত ব্যক্তিদের কারোর করোনা সংক্রমণ হয়েছে কি না তা নিশ্চিত করব | করোনা ধরা পড়লেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে | সেখানে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ, ভোট কর্মী, আধিকারিকরা, এমনকি পর্যবেক্ষকরাও ছাড় পাবেন না | এছাড়া বুথের ভিতরে যে সব পোলিং এজেন্ট থাকবেন তাঁদেরও শারীরিক তাপমাত্রা পরিমাপ করা হবে | আরও কিছু ব্যবস্থাও এই শেষ দুই দফায় নেবে কমিশন | ভোট গ্রহণের আগে পুরো বুথ স্যানিটাইজেশন করা হবে | ইভিএম, ভিভিপ্যাটও করা হবে | বুথের মধ্যে যাঁরা থাকবেন, তাঁদের সকলের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক | ভোটারদেরও গ্লাভস দেওয়া হবে | শেষ দুই দফার ভোট এক দিনে না করার জন্য তুমুল সমালোচনার মুখ পড়েছে কমিশন | এবার সেই দায় কিছুটা ঝাড়তে চাইছে বলে মত রাজনৈতিক মহলের |