Breaking News

বীরভূমের ইলামবাজারে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ, গোবর জলে প্রমাণ লোপাটের অভিযোগ, তদন্তে পুলিশ

সুবীর কর, বীরভূম :- ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বীরভূম জেলায় | বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল চাপানউতর শুরু হল ইলামবাজারে | ঘটনাটি ঘটেছে বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার থানার খাদিমপুর গ্রামে | এদিন বীরভূমের ইলামবাজারে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় | প্রমাণ লোপাট করতে গোবর জল দিয়ে জায়গা মুছে দেওয়ার অভিযোগ উঠলো | অভিযোগ অস্বীকার বিজেপির | ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ | জানা গেছে,রবিবার সকালে বোলপুর বিধানসভার ইলামবাজার থানার খাদিমপুর গ্রামে বিজেপি নেতা ও গ্রামের বুথ সভাপতি লালন শেখ ওরফে আনোয়ার আলির বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ |

আট থেকে দশ জনের লোক সেখানে ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন| সেই সময়ই বোমা বিস্ফোরণ হয় | বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা | প্রাথমিক ধাক্কা কাটিয়ে শব্দ শুনেই ছুটে আসেন তাঁরা | ঘটনাস্থলে গ্রামের মানুষ ভিড় করতে শুরু করেন | বুথ সভাপতির পরিবার, বোমা বিস্ফোরণের প্রমাণ লোপাট করতে গোবর জল দিয়ে ঘরের উঠোনে লেপে দেয়, বলেই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শেখ মোহম্মদ মোল্লা | যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতার স্ত্রী জায়েদা বিবি | তার দাবি, ‘তৃণমূলের লোকজন আমাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে, সেই বোমার শব্দ হয় | বাড়িতে আমি গোবর জল দিয়ে উঠোন লেপার কাজ করছিলাম | আমাদের ওপর মিথ্যা অভিযোগ করছে তৃণমূল | ওরাই বোমা ছুড়েছে বলেও অভিযোগ | ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে ইলামবাজার থানার বিশাল পুলিশবাহিনী | ঘটনার তদন্ত শুরু হয়েছে| পুলিশের প্রাথমিক অনুমান বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে | অভিযুক্তদের খোঁজে গ্রামে ও আশেপাশের এলাকায় তল্লাশি চলছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *