নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- রবিবার সকাল থেকেই একের পর এক মাছ ভেসে উঠতে শুরু করে ধুপগুড়ির পুকুরে | এই দৃশ্য দেখে হতবাক জলপাইগুড়ির ধূপগুড়ির পূর্ব আলতা গ্রামের বিজেপির বুথ সভাপতি হুসেন আলি | তিনি আর তাঁর ভাই ওই পুকুরেই মাছ চাষ করতেন তাঁদের আশঙ্কা, কেউ তাঁদের পুকুরে কীটনাশক ছড়িয়ে দিয়েছে, তার জেরেই এই ঘটনা | তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের তির বিজেপির | এদিকে পুকুরে প্রচুর মরা মাছ দেখতে এদিন বাসিন্দারাও ভিড় করেন | বিজেপির বুথ সভাপতির অভিযোগ, মাঝে মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে হুমকি দিত | বিজেপির বুথ সভাপতি হাওয়ার জন্যই তার উপর বদলা নিতে চাইত শাসকদল বলে অভিযোগ তাঁর | রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ | হুসেন আলি বলেন, প্রায় হাজার পঞ্চাশ টাকার পোনা মাছ ছেড়েছিলাম পুকুরে | সব মাছ মারা গেছে | এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে | তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব | তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিংহ বলেন, ‘বিজেপি প্রচারে আসার জন্য ও এলাকায় অশান্তি পাকানোর জন্য নানা মিথ্যা অভিযোগ করছেন | দোষীদের শাস্তির জন্য পুলিশের কাছে আবেদন জানাচ্ছি |’