প্রসেনজিৎ ধর :- উপনির্বাচন হওয়ার আগের রাত থেকে উত্তপ্ত শান্তিপুর |বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখেন মা | পোলিং এজেন্টের দাবি, রাতে তৃণমূল কর্মীরা বাড়িতে এসে তাঁকে হুমকি দেয় | সকালে বিজেপি প্রার্থী গিয়ে পোলিং এজেন্টকে মুক্ত করেন | অভিযোগ অস্বীকার করেছে শাসকদল | অন্যদিকে আবার, ভোটের আগের রাতে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল বলে অভিযোগে সরব হন শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস | অভিযোগ, শুক্রবার তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে এসে হুমকি দেয় এবং ভাঙচুর করা হবে বলে যায় | পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলা হয়, সে যদি নির্বাচনের দিন বাড়ির বাইরে বের হয় তাঁকে প্রাণে মেরে ফেলা হবে | তারপরই কার্যত নির্বাচনের দিন তাঁকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখে তাঁর মা |আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের |আজ, শনিবার বিজেপি এজেন্ট হিসেবে তাঁকে বুথে যেতে দেননি তাঁর মা | উল্টে ঘরে তালা দিয়ে আটকে রাখেন| এই ঘটনার জেরে ২৪০ নম্বর বুথে দীর্ঘক্ষণ কোনও বিজেপি এজেন্ট ছিল না |এই বিষয়ে তাঁর মা বলেন, ‘ওরা আমার ছেলেকে মেরে ফেলত| রাতে হুমকি দিয়ে গিয়েছে | তাই এই বয়সে ছেলে হারাতে চাইনি | দরজায় তালা দিয়ে বন্ধ করে রেখেছিলাম |’ ওই বাড়িতে আসেন শান্তিপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস | এরপরই তাঁকে তালা খুলে বাইরে বের করে আনা হয় |উপনির্বাচনে একমাত্র নদিয়ার শান্তিপুরেও চতুর্মুখী লড়াই হচ্ছে | তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস,কংগ্রেস প্রার্থী করেছে রাজু পালকে,সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো | শান্তিপুর কেন্দ্রের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে |