Breaking News

মাত্র ৬ মিনিটেই শপথগ্রহণ ৪৩ জন মন্ত্রীর, ভার্চুয়ালি শপথ অমিত-ব্রাত্য-রথীনের!মমতার হাতেই থাকল স্বাস্থ্য ও স্বরাষ্ট্র

প্রসেনজিৎ ধর , কলকাতা :- একুশের যুদ্ধে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস | তাই যুদ্ধজয়ের পরে ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | আর সোমবার তাঁর মন্ত্রিসভা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিল রাজভবনেই | মোট ৪৩জন মন্ত্রী এদিন শপথ নিয়েছেন | তবে কোভিড আবহে সকলের মুখেই যেমন মাস্ক ছিল তেমনি খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়েই এদিন শপথগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে | তবে ৪৩ জন মন্ত্রীদের মধ্যে ৩জন এদিন বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে শপথ নেন | এদিনের অনুষ্ঠানে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর | উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও | এদিন ৪৩জন মন্ত্রী শপথ নিয়েছেন | এদের মধ্যে রয়েছেন ২৪জন পূর্ণমন্ত্রী, ১০জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ৯জন প্রতিমন্ত্রী| এই ৪৩জনের মধ্যে রয়েছেন ৮জন মহিলা | পাশাপাশি মন্ত্রীদের মধ্যে ১৭জন নতুন | এদিন রাজভবনে ৩ দফায় এই মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর |

পূর্ণমন্ত্রী হিসাবে এবার পুরাতনদের মধ্যে যারা রয়ে গেলেন তাঁরা হলেন, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, চন্দ্রনাথ সিংহ, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, শশী পাঁজা, মুহাম্মদ গুলাম রব্বানি, জাভেদ খান ও সিদ্দিকুল্লা চৌধুরী | ৫জন নতুন মুখ এলেন পূর্ণমন্ত্রী হিসাবে। এরা হলেন বঙ্কিম হাজরা, মানস ভুঁইয়া, রথীন ঘোষ, পুলক রায় ও বিপ্লব মিত্র | মন্ত্রিসভার শপথগ্রহণের পরেই দফতর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী | দেখে নিন কে কোন পদ পেলেন

পূর্ণমন্ত্রী

অমিত মিত্র:‌ অর্থমন্ত্রী, সঙ্গে পরিকল্পনা ও সংখ্যাতত্ত্ব বিষয়ক দফতর

পার্থ চট্টোপাধ্যায় :‌ শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও সংসদ বিষয়ক

ব্রাত্য বসু:‌ শিক্ষামন্ত্রী

ফিরহাদ হাকিম:‌ পরিবহণ ও আবাসন

শোভনদেব চ্যাটার্জি:‌ কৃষিমন্ত্রী

অরূপ বিশ্বাস:‌ শক্তি, যুবকল্যাণ ও ক্রীড়া

সুব্রত মুখার্জি:‌ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পাবলিক এন্টারপ্রাইজ

মলয় ঘটক:‌ আইনমন্ত্রী

বঙ্কিমচন্দ্র হাজরা:‌ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

স্বপন দেবনাথ:‌ প্রাণীসম্পদ দপ্তর

উজ্বল বিশ্বাস: কারামন্ত্রী

অরূপ রায়:‌ সমবায়

রথীন ঘোষ:‌ খাদ্য ও খাদ্য সরবরাহ

মানসরঞ্জন ভুঁইঞা: জলসম্পদ উন্নয়ন

জ্যোতিপ্রিয় মল্লিক:‌ বন দফতর,অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি

শশী পাঁজা:‌ শিশু ও নারীকল্যাণ দপ্তর ও সামাজিক উন্নয়ন

জাভেদ খান:‌ বিপর্যয় মোকাবিলা

সাধন পাণ্ডে:‌ ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী

পুলক রায়: জনস্বাস্থ্য ও কারিগরি

বিপ্লব মিত্র:‌ কৃষি বিপনন

সিদ্দিকুল্লা চৌধুরী:‌ জনশিক্ষা ও গ্রন্থাগার

সৌমেন মহাপাত্র:‌ সেচ

মহম্মদ গোলাম রব্বানি:‌ সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর

চন্দ্রনাথ সিনহা:‌ ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা

বেচারাম মান্না: শ্রম
সুব্রত সাহা: খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন
হুমায়ুন কবীর: প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন
অখিল গিরি: মৎস্য
চন্দ্রিমা ভট্টাচার্য: পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ভূমি ও ভূমি সংস্কার এবং পুনর্বাসন (প্রতিমন্ত্রী)
রত্না দে নাগ: পরিবেশ, বিজ্ঞান এবং প্রযুক্তি
সন্ধ্যারাণী টুডু: পশ্চিমাঞ্চল উন্নয়ন
বুলুচিক বারিক: অনগ্রসর উন্নয়ন এবং আদিবাসী উন্নয়ন
সুজিত বসু: দমকল
ইন্দ্রনীল সেন: পর্যটন এবং তথ্য সংস্কৃতি (প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী

দিলীপ মণ্ডল: পরিবহণ
আখরুজ্জমান: শক্তি
শিউলি সাহা: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
শ্রীকান্ত মাহাত: ক্ষুদ্র, কুটির, মাঝারি এবং বস্ত্র শিল্প
ইয়াসমিন সাবিনা: সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন
বীরবাহা হাঁসদা: বন
জ্যোৎস্না মাণ্ডি: খাদ্য এবং খাদ্য সরবরাহ
পরেশচন্দ্র অধিকারী: স্কুল শিক্ষা
মনোজ তিওয়ারি: যুব কল্যাণ এবং ক্রীড়া

যদিও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ও স্বরাষ্ট্র দফতর নিজের কাছেই রেখেছেন মমতা | এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার এবং তথ্য সংস্কৃতি দফতর নিজের হাতেই রেখেছেন মমতা | এমনকি উদ্বাস্তু উন্নয়ন দফতরও থাকছে মমতার হাতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *