সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :-নির্বাচনের ফলপ্রকাশের পরও রাজ্যে হিংসা অব্যাহত | মুখ্যমন্ত্রী বারংবার নিজের হাতে আইন নিতে বারণ করলেও ফের ভাঙচুর ইটবৃষ্টির ঘটনা ঘটল উত্তর আসানসোলের কে.এস.টি.পি এলাকায় | রাতের অন্ধকারে হঠাৎই বাড়িতে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ আসানসোলের কে.এস.টি.পি এলাকার গৃহবধূ মাধুরী হাজরার|গৃহকর্তা সুরজিৎ হাজরা বিজেপি আইটি সেলের কর্মী বলে পরিচিত | গৃহকর্তা সুরজিৎ-এর অভিযোগ,তাকে ফোনে হুমকি ও দেওয়া হয়েছে | এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত সুরজিৎ হাজরার পরিবার |
আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা | এলাকাবাসীদের দাবি,ঘর বাড়ি ভাঙচুর অথবা বাড়ির মহিলাদের আতঙ্কিত করার বিষয়টা কোনও মতেই মেনে নেওয়া যাচ্ছে না | এই ঘটনায় এখনও এলাকায় আতঙ্ক রয়েছে |
এই ঘটনায় ইতিমধ্যে উক্ত এলাকার শীতলা গ্রামের পাপাই মুখার্জি সহ বেশ কিছু লোকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ|