দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীতলকুচিকাণ্ডে এবার সিআইএসএফের ৬ জওয়ানকে তলব করল সিআইডি | মঙ্গলবার জওয়ানদের তলব করা হয়েছে ভবানী ভবনে | সূত্রের খবর, ভোটের দিন ওই বুথে ছিলেন এই জওয়ানরা | তাঁদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা| ওই জওয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে সিআইএসএফ-এর আইজি-কে চিঠিও পাঠিয়েছেন সিআইডি-র তদন্তকারীরা | সূত্রের খবর, পালটা চিঠিতে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছেন সিআইএসএফ-এর আইজি | করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের জনন্য আর্জি জানান হয়েছে | তবে সেই আর্জি খারিজ করেছেন সিআইডি-র তদন্তকারীরা| মঙ্গলবার নির্দিষ্ট সময়ে সশরীরে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে সিআইএসএফ-এর ওই ছয় জওয়ানকে | প্রসঙ্গত,গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফা ভোটদানের দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনায় ৪জন ভোটার মারা যান |
সেই ঘটনায় রীতিমত ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর শীতলকুচি কাণ্ডে তদন্ত করছে সিআইডির বিশেষ তদন্তকারী দল | এই দল তদন্তে নেমে একাধিক সরকারি আধিকারিকদের এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে | এদিনই ভবানীভবনে এই জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল মাথাভাঙা থানার আইসি বিশ্বেশ্বর রায়, কুইক রেসপন্স টিম বা কিউআরটি অফিসার সুব্রত মণ্ডল ও সেক্টর অফিসার রাফা বর্মনের| এর পাশাপাশি এবার মঙ্গলবার ডাকা পাঠানো হয়েছে গুলি চালনার ঘটনায় বুথে থাকা সিআইএসএফের ৬জন জওয়ানকে | তবে এই ৬জনের মধ্যে রয়েছেন ২জন অফিসারও | মঙ্গলবার বেলা ১১টার সময় তাঁদের ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে |