Breaking News

মরণোত্তর দেহ ও অঙ্গদান আন্দোলনের পথিকৃৎ করোনায় মৃত ব্রজ রায়ের ‘প্যাথলজিক্যাল অটোপসি’ হল আর.জি.কর হাসপাতালে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মরণোত্তর দেহদান, অঙ্গদান আন্দোলনের পথিকৃৎ ছিলেন | গত বৃহস্পতিবার প্রয়াত হন গণদর্পনের কাণ্ডারি ব্রজ রায় | আজ আর.জি.করে বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে ব্রজ রায়ের দেহের প্যাথালজিকাল অটোপসি হয়েছে বলে জানা গিয়েছে |এই প্রথম কোনও রোগীর ‘প্যাথলজিক্যাল অটোপসি’ হল কলকাতায় | আর এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে | কিছুদিন আগেই একাধিক রোগ নিয়ে এসএসকেএমে ভর্তি হন ব্রজ রায় সেখানেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে | তারপরেই করোনার সঙ্গে লড়াইয়ে হার মেনে প্রয়াত হন ব্রজ রায় | বাম আন্দোলনের প্রথম সারির সৈনিক বৃহস্পতিবার সকাল ১০ টা ৪০ নাগাদ প্রয়াত হন | আজ তাঁর মরদেহের ময়নাতদন্ত করলেন আর জি করের চিকিৎসকেরা | যা দেশে তথা রাজ্যে প্রথম বলে জানা গিয়েছে |করোনায় আক্রান্ত হয়ে দেহের কোন কোন অঙ্গের কি ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ কতটা জানতে এই অটোপসির সিদ্ধান্ত নিয়েছিল আর জি কর মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ | রাজ্য সরকারের অনুমতিতে নির্দিষ্ট গাইডলাইন মেনেই হয়েছে এই প্রক্রিয়া|মৃত্যুর সঠিক কারণ কী, কোভিডের কারণে মৃতের শরীরের বিভিন্ন অঙ্গের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, প্যাথোলজিক্যাল অটোপসির মাধ্যমে তা জানা সম্ভব | ‘হু’-এর তরফে আগেই জানানো হয়েছিল করোনায় আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যু হলে ২৪ ঘণ্টা পর তাঁর দেহের অটোপসি করা যেতে পারে| দীর্ঘ বাম আন্দোলনের ইতিহাস জড়িয়ে রয়েছে ব্রজ রায় | আন্দোলনে নেমে জেলে বন্দিও হয়েছিলেন কিছুদিন |পরবর্তী সময় মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি | গণদর্পন সংস্থার মাধ্যমে মরণোত্তর দেহদান ও অঙ্গদানের বার্তা ছড়িয়ে দিয়েছেন মানুষের ঘরে ঘরে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *