বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- প্রেমঘটিত সম্পর্কের জেরে এক বিবাহিত মহিলাকে নিয়ে বাড়িতে নিয়ে এসেছিল ছেলে | আর সেকারণেই ছেলের গলা কেটে তাঁকে খুন করল বাবা | শুধু তাই নয়, খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণও করল অভিযুক্ত| বৃহস্পতিবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার নোদাখালি থানা এলাকা | পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১৯ বছরের হায়দার মল্লিক বেশ কয়েকদিন ধরেই নোদাখালি থানার অন্তর্গত চন্ডীপুরের বাসিন্দা রুকসা বিবি (২৫) এক মহিলার প্রেমে পড়েন বলে জানা গেছে | দু’জনের মধ্যে সম্পর্কও ধীরে ধীরে গভীর হয়ে ওঠে | কিন্তু ওই মহিলা বিবাহিত ছিলেন এবং তাঁর দেড় বছরের একটি সন্তানও রয়েছে | এদিকে, নিজের চেয়ে বয়সে বড় ওই মহিলাকে ১৮ তারিখ বাড়িতে নিয়ে চলে আসেন হায়দার | কিন্তু তাঁর বাবা সমীর মল্লিক ঘটনাটি জানতে পেরেই ভীষণ রেগে যান | ওই মুহূর্তে প্রতিবেশীরা সিদ্ধান্ত নেয় ওই দুইজন আলাদা আলাদা ঘরে থাকবে অর্থাৎ নোদাখালির ওই মহিলা প্রতিবেশী একজনের বাড়িতে থাকবে এবং ওই যুবক তাঁর নিজের বাড়িতেই থাকবেন | বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়| কিন্তু বৃহস্পতিবার সকালে হায়দারের সঙ্গে তাঁর বাবা এই সম্পর্কের বিষয়ে কথা বলতে শুরু করে | কিন্তু সেই কথা বলতে গিয়েই বিবাদ চরমে ওঠে| তখনই পার্শ্ববর্তী একটি মাঠে ওই যুবককে নিয়ে গিয়ে বাবা ধারাল অস্ত্র দিয়ে ছেলের গলা কেটে খুন করে বলে অভিযোগ | এরপর নিজেই বজবজ থানায় গিয়ে আত্মসমর্পণও করে হায়দারের বাবা সমীর মল্লিক|
বজবজ থানার পুলিশ আধিকারিকরা হায়দারের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে| অভিযুক্ত সমীর মল্লিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও করেছেন |রুকসা বিবিকেও আটক করেছে বজবজ থানার পুলিশ | স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে |