Breaking News

‘কথাই বলতে দেওয়া হল না’, প্রধানমন্ত্রীর কোভিড বৈঠক নিয়ে ক্ষুব্ধ মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার দুপুরেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের করোনা নিয়ে বৈঠক ছিল | আর সেই বৈঠক শেষেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘যখন আমি রয়েছি মুখ্যমন্ত্রী হিসেবে তখন জেলা শাসকদের থাকার কোনও দরকার ছিল না | বৈঠকে আমি প্রস্তুত ছিলাম ভ্যাকসিন নেই, পরিকল্পনা নেই ও ওষুধ নেই তাহলে কীভাবে লড়ব করোনার সঙ্গে | কিন্তু আমাদের কাউকে মুখ খুলতে দেওয়া হল না। শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন | উনিও তাঁদের সঙ্গে কথা বলে আর নিজের কথা বলে চলে গেলেন | আমরা অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা শুধু চুপ করে বসেছিলাম |’এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে কার্যত ক্ষুদ্ধ হয়েই কড়া ভাষায় আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি জানান, ‘আমরা চেয়েছি ১০ কোটি ভ্যাকসিন পাচ্ছি ১ কোটি | চলতি সপ্তাহে আমাদের ২৪ লক্ষ ভ্যাকসিনের দরকার ছিল পাঠিয়েছে ১৩ লক্ষ | আমাদের রেমডিসিভির দেওয়া হচ্ছে না | উনি রোজই এক কথা বলেন|পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন সমস্যার থেকে| শুধুই বলছ তার জায়গায় গঙ্গায় মরদেহ ভেসে আসছে | দেশে এই মুহূর্তে খুবই কঠিন সময় চলছে, আর প্রধানমন্ত্রী হাল্কাভাবে ব্যাপারটিকে নিচ্ছেন |’এর আগেও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার কথা বলে কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী | আজও সেই পথে হেঁটে তিনি জানিয়েছেন, ‘ভ্যাকসিন নেই, ওষুধ নেই, অক্সিজেন নেই, আমরা যদি কেন্দ্রের ফর্মুলায় হাঁটি তাহলে দশবছর লাগবে করোনাকে তাড়াতে | রাজ্যে টিকাকরণের কাজ ধীর গতিতে হচ্ছে কারণ আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন নেই | ৬০ কোটি টাকার ভ্যাকসিন কিনেছি | আর কেন্দ্র ঘোষণা করছে তিনমাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে |’ভ্যাকসিন নেওয়ার সময়সীমা বদল নিয়েও ক্ষোভ ছিল মুখ্যমন্ত্রীর কথায়| ভ্যাকসিন নেই বলে, বারবার সময়সীমা পাল্টাচ্ছে |ওরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে বলেও অভিযোগ মমতার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *