প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেন্দ্র কৃষকদের দাবি না মানা পর্যন্ত আমরা তাঁদের সঙ্গে আছি |’ কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে সাক্ষাতের পর নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে উত্তর ভারতের কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত ও তাঁর নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল | মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন। বৈঠক শেষে টিকায়েত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘গত ৭ বছর ধরে দেশের উন্নয়ন থমকে রয়েছে | প্রধানমন্ত্রী কিম জং উনের মতো হয়ে যাচ্ছেন, ফলে কেউই তাঁর বিরুদ্ধে কোনও কথা বলতে পারবেন না| কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাঁকে শাস্তির মুখে পড়তে হচ্ছে | রাজার বিরুদ্ধে কথা বলা মানে কি শাস্তি পাওয়া? উনি কি রাজা? পুঁজিবাদী শক্তিকে জবাব দিয়েছে বাংলা | বিজেপিকে কড়া জবাব দিয়েছেন মমতা | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠনের জন্য অভিনন্দন | বাংলা যে পথে হাঁটবে, সেই পথ অনুসরণ করবে দেশ | কৃষি আইন বাতিল করতেই হবে, এ দাবিতে আমরা এখনও অনড় | ২ অক্টোবর পর্যন্ত সময় | তার মধ্যে আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা বেছে নেবেন | কমিটির সঙ্গে সরকার বৈঠক করতে রাজি না হলে আমাদের বিক্ষোভ জারি থাকবে | দেশজুড়ে ফসলের ন্যূনতম ও সর্বোচ্চ দাম থাকা উচিত | আগামী দিনেও বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী প্রচার চালানো হবে|’ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুরু থেকে কৃষক আন্দোলনের সঙ্গে আছি | আমাদের অনেক সাংসদ সমর্থন জানাতে সেখানে গিয়েছিলেন | ভুলে যাবেন না সিঙ্গুর আন্দোলন, ভুলে যাবেন না নন্দীগ্রাম গণআন্দোলন | কৃষক আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি যত দিন দাবি আদায় না ততদিনআন্দোলনকে সমর্থন করতে হবে | ফসলের ন্যূনতম দাম নিয়ে নতুন আইন প্রণয়ন করা হোক কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব | ৭ মাস ধরে আন্দোলন চলছে, জোর করে আইন পাস করা হয়েছে | কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এটা আমাদেরও দাবি | জোর করে কৃষকের জমি নেওয়া উচিত নয় | জোর করে কৃষকদের জমি নেওয়ার বিরোধী আমি | এ রাজ্যে এ জন্য আইনও তৈরি করেছি | তিন কৃষি বিল প্রত্যাহার করা হোক|’