নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতায় দিনেদুপুরে শ্যুটআউট| দিনের আলোয় নিউ টাউনের অভিজাত আবাসনের কাছে চলল গুলি | পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলল প্রকাশ্যে| কুখ্যাত গ্যাংস্টারকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা | বিপদ বুঝে পাল্টা আক্রমণের পথে যায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স প্রকাশ্যে চলে গুলির লড়াই | দুষ্কৃতীদের গুলিতে আহত হন এসটিএফের ওসি | আর পুলিশের পাল্টা গুলিতে পাঞ্জাবের এক কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর | গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আরও এক দুষ্কৃতীর | মাদক ব্যবসায় জড়িত জয়পালের খোঁজ করতেই তল্লাশি চালাতে যায় পুলিশ | কলকাতা পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর এসেছিল নিউটাউনের সাপুরজি এলাকায় পাঞ্জাবের দু’জন দুষ্কৃতী লুকিয়ে রয়েছে | তাদের মধ্যে একজন কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার | ওই খবর মোতাবেকই এদিন ওই আবাসন চত্বরে যায় এসটিএফ-এর তদন্তকারীরা |
কিন্তু,আধিকারিকদের দেখতে পেয়েই বি ব্লক আবাসনের পাঁচতলার জানালা থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা | প্রথমে অনেকটা হকচকিয়ে গিয়ে ছিলেন অফিসাররা | পুলিশ জানিয়েছে, নাইন এমএম পিস্তল থেকে চালানো হয় গুলি | মুহূর্তেই এনকাউন্টার শুরু করা হয় | দুই দুষ্কৃতীকেই নিকেশ করা গিয়েছে | তবে গুলির লড়াইয়ে আক্রান্ত অফিসার কার্তিকমোহন ঘোষ | তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে | সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি বলেই মত শহরবাসীর| উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় | আশপাশের আবাসিকরা এসে জড়ো হয় | তবে পুলিশ নিশ্চিত হতে পারছে না যে বি-ব্লকের ওই আবাসনে আরও দুষ্কৃতী রয়েছে কি না | ইতিমধ্যেই সমস্ত আবাসন চত্বর গার্ডওয়াল ঘিরে ফেলে পুলিশ | জানা গিয়েছে, এর আগে পঞ্জাবের এই গ্যাংস্টার জগরাও জেলার এএসআই-কে খুন করেছিল | কলকাতায় কী অপরেশন চালাতে এসেছিল সে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ |