Breaking News

কথা রাখলেন মুখ্যমন্ত্রী,মন্ত্রিসভায় অনুমোদন পেল’স্টুডেন্টস ক্রেডিট কার্ড’-এ ১০ লক্ষ টাকা ঋণ দেওয়ার প্রকল্প!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ঠিক যেমন কথা দিয়েছিলেন, সেটাই করে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বাংলার পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে | বৃহস্পতিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ৩০ জুন থেকেই রাজ্যের এই নয়া প্রকল্পের সূচনা হয়ে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী | নির্বাচনের আগে ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল | সেখানে বলা হয়েছিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা| এই প্রকল্পে পড়াশোনার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল | বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে এই প্রকল্প |মুখ্যমন্ত্রীর ঘোষণা, “পড়াশোনা করার জন্য ঘরবাড়ি বেচতে হবে না| ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে হলে পশ্চিমবঙ্গ সরকার এর গ্যারেন্টার হবে|পড়াশোনার জন্য বাবা-মায়েদের যেরকম চিন্তা করতে হয়, তা আর করার প্রয়োজন নেই | রাজ্য সরকার আপনাদের পাশে আছে |”

মুখ্যমন্ত্রী জানান, দশম শ্রেণি থেকে থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত এই ক্রেডিট কার্ড পাওয়া যাবে | এই মুহূর্তে দশম শ্রেণির ১২ লক্ষ পড়ুয়াদের দিয়ে এই প্রকল্পের সূচনা করা হবে | ঋণ পাওয়ার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর বলে জানিয়েছেন মমতা | রাজ্যের বাসিন্দা, বা ১০ বছর বাস করেছেন এমন পড়ুয়ারাই এই ঋণ পেতে পারেন | এই ঋণের মেয়াদ থাকবে ১৫ বছর | অর্থাৎ এই সময়ের মধ্যে ঋণ শোধ করতে হবে ছাত্রছাত্রীর| ঋণের ক্ষেত্রে কোনও গ্যারেন্টার লাগবে না | এক্ষেত্রে গ্যারান্টার হবে সরকারই | অনেকটা ব্যাঙ্ক ঋণের ধাঁচেই চাকরি পাওয়ার এক বছর পরে এই টাকা শোধ দেওয়া শুরু করতে পারবে ছাত্র-ছাত্রীরা | এদিন মুখ্যমন্ত্রী আরও জানান,এরপর চাকরি পেয়ে গেলে স্বল্প সুদের মাধ্যমে ১৫ বছর সময় পাওয়া যাবে এই লোনের টাকা মেটানোর জন্য | মমতার কথায়, “এটা ভীষণ সহজেই পাওয়া যাবে | ছাত্রছাত্রীদের গর্ব এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড |” অনলাইনেই এই কার্ড সংগ্রহ করা যাবে বলে জানান মমতা | কী ভাবে আবেদন করতে হবে এবং কী ভাবে এই কার্ড পাওয়া যাবে, তা আগামী ৩০ জুন প্রকল্পের সূচনার পরই জানানো হবে বলে খবর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *