Breaking News

‘এখন ট্রেন চালালে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে’ আশঙ্কায় এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন,স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-করোনার লাগামছাড়া সংক্রমণ দমনে ও লকডাউন চালু হওয়ার ফলে অন্যান্য গণ পরিবহণের পাশাপাশি রাজ্যজুড়ে বন্ধ রয়েছে লোকাল ট্রেন | রাজ্যজুড়ে ট্রেন চালানোর জন্য বিক্ষোভে সামিল হয়েছেন যাত্রীরা | বিক্ষোভের পর আজ লোকাল ট্রেন চালানো নিয়ে সিদ্ধান্ত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | ট্রেন চালানো হলে সংক্রমণের সংখ্যা বাড়বে, সেই কথা মাথায় রেখে লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ততেই অনড় রয়েছে রাজ্য | অন্যদিকে রাজ্যকে ট্রেন চালানোর আর্জি জানিয়ে চিঠি দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ | এদিন মমতা বলেন, ‘এখন এই সব বিষয় নিয়ে প্রশ্ন করবেন না|| আগে তো করোনা পরিস্থিতি সামলাতে দিন সরকারকে | এখনই ফের লোকাল ট্রেন পরিষেবা চালু করা হলে সংক্রমণ বাড়তে পারে রাজ্যে |’ কবে ট্রেন চালু হতে পারে, তা নিয়েও কোনও ইঙ্গিত দিলেন না মমতা | এদিকে লোকাল বন্ধ থাকলেও শহরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসছে বিনা বাধায় | তাঁর দাবি, সড়ক পথে ছাড় দেওয়া হয়েছে যাতে সব্জি-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কলকাতায় পৌঁছতে পারে | এদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এই বিষয়ে বলেছিলেন, ‘‌আমরা চেষ্টা করছি যাতে ট্রেন চালানো যায় | আমরা রাজ্য সরকারকে ইতিমধ্যে চিঠি লিখেছিলাম | ট্রেন পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে রাজ্য সরকার এখনও অনুমতি দেয়নি | কিন্তু এখন পরিস্থিতিটা একটু জটিল হয়েছে। কারণ, এর সঙ্গে মানুষের রুটি রুজির প্রশ্ন জড়িত | আমরা ট্রেন চালাতে প্রস্তুত | স্যানিটাইজেশনও রেগুলার হচ্ছে |রাজ্য সরকার যখনই বলবে, আমরা তখনই ট্রেন চালাব|’লোকালের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ চলছে | বুধবার সোনারপুরে রেল অবরোধ করেন সাধারণ যাত্রীরা। বিক্ষোভ, অবরোধ চলে মল্লিকপুর স্টেশনে | আজও শিয়ালদহ দক্ষিণ শাখায় চলে বিক্ষোভ | এই পরিস্থিতিতে এদিন লোকাল ট্রেন চালানো নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | নবান্নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে রাজ্য চাইছে না এখনই চালু হোক লোকাল ট্রেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *