নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ১৫০ জন | বীরভূমের ইলামবাজারের এই যোগদান কর্মসূচিতে ওই ১৫০ জনকে স্যানিটাইজ করল ব্লক তৃণমূল নেতৃত্ব | কারণ তাঁদের শরীরে ‘বিজেপি’র ভাইরাস’ ছিল | সেই ভাইরাস তাড়াতে তাঁদের স্যানিটাইজ করানো হয়েছে বলে জানিয়েছেন ইলামবাজার ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায় | কয়েকদিন আগে রাজ্য-রাজনীতিতে একটি ছবি ধরা পড়েছিল | তা হল বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য ধর্ণায় বসেছেন | তারপর তাঁদের গঙ্গা জল ছিটিয়ে দলে নেওয়া হয়েছিল| এবার আর একটি ছবি দেখা গেল। সেটা হল লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বিজেপি কর্মীরা | তাঁরা যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে |
আর বিজেপি কর্মীদের ‘ভাইরাস মুক্ত’ করতে স্যানিটাইজার ছিটিয়ে ‘শুদ্ধ’ করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা | বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের ইলামবাজারে | এদিন বীরভূমের ইলামবাজারে ১৫০ জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন | তবে, তৃণমূলে নেওয়ার আগে তাঁদের স্যানিটাইজ করানো হয়েছে | এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে | একথা স্বীকারও করে নিয়েছে ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্ব | তাঁদের দাবি, তৃণমূলে আসা ওই ১৫০ জনের শরীরে বিজেপির ভয়ানক ভাইরাস ছিল | সেই ভাইরাসকে মারতেই এই স্যানিটাইজেশন | এ নিয়ে ইলামবাজার ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, “ওই বিজেপি কর্মীরা স্বীকার করেছেন, যে তাঁরা বিজেপিতে গিয়ে ভুল করেছেন | তাই তৃণমূলে ফিরতে চেয়েছিলেন | তবে, তৃণমূলে ফেরানোর আগে তাঁদের শর্ত দেওয়া হয়েছিল, দলের পতাকা হাতে তোলার আগে সবাইকে শুদ্ধ অর্থাৎ, স্যানিটাইজ হতে হবে |” বিজেপি থেকে তৃণমূলের ফিরতে চাওয়া ওই ১৫০ জন সেই শর্ত মেনেও নিয়েছেন বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা | আজ স্যানিটাইজ করার পর, তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইলামবাজার ব্লকের তৃণমূল সভাপতি ফজলুল হক | আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে নিন্দা |