Breaking News

অপেক্ষার অবসান, পুনের সিরাম ইনস্টিটিউট থেকে সারা ভারতের উদ্দেশ্যে রওনা হল কোভিশিল্ড ভ্যাকসিন

প্রসেনজিৎ ধর:- দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছর, তবুও কমেনি করোনার সংক্রমণ। সারা দেশ জুড়ে চলা করোনার বাড়বাড়ন্ত থেকে বাদ যায়নি ৮ থেকে ৮০। এমনকি গত বছরে করোনার থাবায় প্রাণ গিয়েছে প্রায় লক্ষাধিক মানুষের। কিন্তু অবশেষে নতুন বছর শুরু হতেই মিলল সুখবর। কারণ দুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় এই মাসের ১৬ তারিখ থেকেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। কথা অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়েছে তোরজোড়, পুণের সিরাম থেকে ট্রাক ভর্তি টিকা রওনা হওয়ার আগে চলছে পুজো। সেইমতোই আজ সকালে পুণের সিরাম ইনস্টিটিউট থেকে রওনা দিয়েছে করোনার টিকা ভর্তি ৩টি ট্রাক। সূত্রের খবর, ভারতে মোট ৩০ কোটি মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। পুণে বিমানবন্দর থেকে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, গৌহাটি, বিজয়ওয়াড়া ও লখনউ-সহ দেশের ১৩টি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এই টিকা।এদিন সকালে টিকা নিয়ে রওনা হওয়ার আগেই নিয়ম মেনে হয় পুজো এবং মঙ্গলাচরণ। এই টিকা প্রথমেই দেওয়া হবে করোনার প্রথম সারির যোদ্ধাদের, সরকারের কাছে থেকে টিকা পিছু মাত্র ২০০ টাকার দাম নিচ্ছে সিরাম। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের মধ্যে সিরাম ইন্সটিটিউট প্রায় সাড়ে ৪ কোটি করোনার ডোজ তৈরি করবে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে এই টিকার ডোজ পেলে হয়তো আগের থেকে বিপদ অনেকটাই কমে যাবে কিন্তু অন্যদিকে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কী হবে সেই নিয়েও চিন্তায় রয়েছেন দেশের আপামর জনগন এবং চিকিৎসকমহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *