প্রসেনজিৎ ধর, হুগলি :-বুধবার ভোররাতে ডানকুনির একটি ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা। জানা গিয়েছে, বুধবার ভোর রাতে দিল্লি রোডের পাশে থাকা ডানকুনির ওই ওষুধের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সেই সময় ভিতরে কয়েকজন কর্মী ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁরাও বিষয়টা টের পান। দ্রুত বেরিয়ে খবর দেন দমকলে। তড়িঘড়ি একে একে ঘটনাস্থলে পৌঁছয় মোট ১০ টি ইঞ্জিন। তবে গুদামে প্রচুর কাগজের বাক্স মজুত থাকায় মুহূর্তের মধ্যে বিরাট আকার নেয় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে ভিতরে মজুত থাকা সামগ্রী। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। তবে আগুন পুরোপুরি আয়ত্তে না এলে সঠিক কারণ জানা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে কাগজের প্রচুর বাক্স ছিল যার থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের প্রাথমিক অনুমাণ শর্ট সার্কিট থেকেই এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Hindustan TV Bangla Bengali News Portal