দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বুধবার সাতসকালে প্রাক্তন সহকর্মী শশী পাঁজার বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় । প্রথমেই প্রয়াত অজিত পাঁজার ছবিতে মাল্যদান করেন তিনি। কথা বলেন, শশী পাঁজা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। সকলের কাছে তাঁকে অর্থাৎ পদ্মচিহ্নে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। জল খেয়ে পাঁজা বাড়ি ছাড়েন তাপস রায় |আর এবারের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় এবার অজিত পাঁজার বাড়িতে গিয়েই শ্রদ্ধাজ্ঞাপন করলেন। গিরিশ পার্কে পাঁজা পরিবারের বাড়িতে বুধবার যান তাপসবাবু। কিন্তু সেই বাড়িতে গিয়ে শুধু শ্রদ্ধাজ্ঞাপন নয়, প্রার্থী হিসেবে ভোটও চাইলেন তাপসবাবু। অজিত পাঁজার ভাই রঞ্জিত পাঁজার ছেলে অরিন্দ্রজিৎ পাঁজা বলেন, “তাপসবাবু আমার বাবার মতো। ছোটবেলা থেকে দেখে আসছি। আমার পরিবারের প্রতি তাপস রায়ের ব্যবহার অত্যন্ত অমায়িক। আমার পরিবারের সদস্যের থেকে পৃথক নয়। তাই তাপস রায়ের আবেদন অগ্রাহ্য করব কীভাবে? তাপস রায়ের ব্যবহার বা ভোট চাওয়ার আবেদনকে অগ্রাহ্য করা সম্ভব নয়।” স্বাভাবিকভাবেই খোদ মন্ত্রীর বাড়ির ছেলের এই বক্তব্য বিজেপি প্রার্থী তাপস রায়কে অনেকটাই অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সাংবাদিকরা তাপসের কাছে জানতে চান, শশী পাঁজাকে ভোট দেওয়ার কথা বললেন কি? বেশ জোরের সঙ্গে জবাব তাপস বলেন, “একশ বার! আমার কাজটা কী? আমার কাজটাই তো এখন ১৫ লক্ষ মানুষের কাছে ভোট ভিক্ষা চাওয়া, আমি সেটাই করছি। তবে ২ জন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা চাইতে যাব!”
Hindustan TV Bangla Bengali News Portal