সৌমিত্র গাঙ্গুলি:- বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ক্রমে বাড়ছে হাড্ডাহাড্ডি লড়াই। তারমাঝেই এদিন কৃষি বিল সমর্থনে সংসদ বাবুল সুপ্রিয় ফের এক হাত নিলেন মমতা বন্ধপাধ্যায়কে। এদিন বাবুল সুপ্রিয় বলেন, “কৃষি বিল নিয়ে সবারই অধিকার রয়েছে আদালতে যাওয়ার কিন্তু আদালত নিজের কাজ করবে। অন্যদিকে বিরোধীদের বিরোধ করার কাজ করবে কিন্তু বিজেপি সরকারের বরিষ্ঠ মন্ত্রীরা পুরো ব্যাপারটাই দেখছেন।” এদিন আক্রমণের সুরে বাবুল বলেন, “তৃনমুল যে ওয়াশিং মেশিনটি ব্যবহার করত সেটাতে ভালো বুদ্ধিসম্পন্ন মানুষ কালো হয়ে যেতো, কারণ দুর্নীতি এবং কাটমানির টাকায় মানুষ ক্ষতির মুখে পড়ছে। এমনকি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে নিয়েও তিনি অনেক কথা বলেন। তিনি জানান, তৃনমুল এই ঝামেলা তো করবে কারণ ওদের যে কয়টা ভালো নেতা ও জননেতা ছিল ওরা সকলে ছেড়ে বেরিয়ে গেছে তাই এটাই তো তৃনমুলের কর্ম! অন্যদিকে কাটমানির টাকা এবং আমফানের টাকা নিয়ে এদিন তিনি বলেন, “কেন্দ্র সরকারের যেই অনুদান রাজ্যে আসতো সেখান থেকেও তৃনমুল নেতারা দুর্নীতি করেছেন। এমনকি আমফানের টাকাও নিয়েছেন সেই কথাও একাধিকবার উঠে এসেছে রাজ্যের নানা প্রান্ত থেকে। আর এবার কিনা দিদি এবং সকল নেতারা এবার করোনার ভ্যাকসিন নিয়ে এবার দুর্নীতি না করে টিকা দুর্নীতি চলছে।” ভোট এগিয়ে আসতেই ক্রমশ দুই দফার লড়াই প্রকট হচ্ছে, এদিন যেভাবে বিজেপি তৃণমূলকে একের পর এক বিষয় নিয়ে আক্রমণ করেছে তা থেকে সাফ বোঝা যাচ্ছে নির্বাচনের লড়াই এবার আরো কঠিন হতে চলেছে।
Hindustan TV Bangla Bengali News Portal