দেবরীনা মণ্ডল সাহা :-গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক পড়ুয়া। মৃতের ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত স্কুল ছাত্রের নাম মহম্মদ আদনান সামি (১৯)। সে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণিতে পাঠ্যরত ছিল। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ড রসিদপুরে। ঘর থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। আদনান শামির বয়স ১৯ বছর। বুধবার সকালে তার ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় বাড়ির পরিচারক। মৃত ছাত্র কলকাতার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত। কলকাতায় পড়াশোনা করার সময় ডেঙ্গুতে আক্রান্ত হয় শামি। তারপর থেকে বাড়িতেই রয়েছে। গত চার মাস আগে বাড়িতে এসেছে। বুনিয়াদপুরে তার কোনও বন্ধুবান্ধব ছিল না বলে জানা গিয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, আদনান অনলাইনের মাধ্যমে পটাশিয়াম সায়ানাইড প্রায় পাঁচ লিটারের একটি জার অর্ডার করে। মৃতের পাশ থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল ‘শরীরে পটাশিয়াম সায়ানাইড মাখা রয়েছে। যা কেউ ছুলে পড়ে তাঁরও মৃত্যু হতে পারে।’ কী কারণে ওই কিশোর এই কাজ করল তা নিয়ে ধন্দে পরিবার। পাশাপাশি ওই যুবকের শরীরে আদৌ পটাশিয়াম সায়ানাইড না অন্য কিছু ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal