প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রখর রোদে রিলস বানাতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। নিহত কিশোরীর নাম আলপনা মণ্ডল (১৩)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সোনারপুর থানার পুলিশ। এই প্রখর রোদের মধ্যে রিলস বানাতে গিয়েছিল মেয়েটি। কিন্তু রিলস বানাতে গিয়ে হঠাৎ মেয়েটি অসুস্থ বোধ করে। প্রচণ্ড ঘাম শুরু হয় মেয়েটির। মাথা ঘুরতে থাকে। বমি বমি ভাব আসে। তারপরেই অচৈতন্য হয়ে পড়ে মেয়েটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে আলপনার বাবা ও মা কাজে চলে যায়। বাড়িতে একাই ছিল সে। বুধবার দুপুর ৩টা নাগাদ সে তার এক বান্ধবীর সঙ্গে রিলস বানাতে যায় এই রোদের মধ্যে। তারপরেই এই দুর্ঘটনা ঘটে। মৃত কিশোরীর ওই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রথামিক তদন্তে অনুমান প্রচণ্ড রোদের মধ্যে হিট স্ট্রোকেই তাঁর মৃত্যু হয়েছে। অচৈতন্য হয়ে পড়ে যাওয়ার পড়ে মেয়েটিকে সুভাষগ্রামের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন |খবর যায় পুলিশে। পুলিশকর্মীরা অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে দেহ ময়নাতদন্তে পাঠান।এক প্রতিবেশী জানিয়েছেন, আমার সামনে দিয়েই বেলা সাড়ে তিনটে নাগাদ ও রিলস বানাতে গেল। তখন প্রবল দাবদাহ চলছিল। রিলস বানাতে বানাতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ও। আমরা ভেবেছিলাম, গরমে মাথা ঘুরে গিয়েছে। জ্ঞান ফেরাতে আমরা মুখে জল দিই। কিন্তু তারপর ওর আর জ্ঞান ফেরেনি।