ইন্দ্রজিত মল্লিক: সপ্তাহের প্রথমেই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। তারপর ২২ এপ্রিল চাকুলিয়ার একটি নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে অপমান করেছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন।গত ২২ এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে চাকুলিয়ায় বিচার ব্যবস্থা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত রায় “বেআইনি” বলে অভিযোগ করে বলেন, “এই রায় বেআইনি। সেই জন্য আমি চ্যালঞ্জ করে বলছি।” পক্ষান্তরেই তিনি বলেন, “ আমি অর্ডারটাকে বলছি বেআইনি। বিচারপতিকে বলছি না। এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবো।” তিনি আরও বলেছিলেন, “শিক্ষক শিক্ষিকারা, ছাত্র-ছাত্রীর যখন বিপদে পড়বে তখন কেউ পাশে না থাকুক, আমি থাকবো।”
মুখ্যমন্ত্রীর চেয়ার সাংবিধানিক। এমন সাংবিধানিক পদে থেকে কিভাবে বিচার ব্যবস্থাকে এমন বলতে পারেন, প্রশ্ন করেছেন কৌস্তভ। এই রায়কে বেআইনি ও বিচারব্যবস্থাকে বিজেপি প্রভাবিত করেছে বলে মুখ্যমন্ত্রী বলেছিলেন। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা করার আবেদন করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী।