প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী শনিবার, ২৭ এপ্রিল থেকে বেলেঘাটা ও রুবির মধ্যে পুরোপুরি ট্রায়াল রান চলবে। এই অংশে ইতিমধ্যেই পরিদর্শন সেরে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। বেশ কিছু বদলের কথা জানিয়ে ছিলেন। এবার পাকাপাকি ভাবে শুরু হচ্ছে সেই ট্রায়াল রান | ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। রুবি থেকে এই অংশের মেট্রো পরিষেবা বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের জন্য শুরু হল তৎপরতা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশ মেট্রোর অরেঞ্জ লাইন।তবে ট্রায়াল রান মানেই যে যাত্রী পরিষেবা শুরু নয়, তা বিলক্ষণ জানেন তাঁরা। কারণ ইতিমধ্যেই এই অংশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। একাধিক জায়গার কাজ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর তার পরই নিজেদের গাফিলতি ঢাকতে ট্রাফিকের উপর দায় ঠেলেছে মেট্রো কর্তৃপক্ষ।হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচ (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন। তারপর বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন পড়বে। যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন।
Hindustan TV Bangla Bengali News Portal