দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিচারপতির পদ ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে তমলুকের প্রার্থীও হয়েছেন। সেখানেই ভোট প্রচারে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের লজ্জা ঢাকার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের যে রায় নিয়ে হইচই, সেই ইস্যু নিয়েও অভিজিতকে নিশানা করেন মমতা। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন এবং তমলুক থেকে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে ঘাসফুল শিবিরের যোদ্ধা তরুণ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁর প্রচারেই তমলুকের মহিষাদলে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় | সেখান থেকে কার্যত বিজেপি প্রার্থীকে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো।তাঁর বক্তব্য, ”আর এখানকার বিজেপি প্রার্থী তো একেবারে মহানুভব প্রার্থী। ঈশ্বরের ঠিক পরেই নাকি আবার ঈশ্বরের উপরে? বিচারপতির আসনে বসে বিজেপির সঙ্গে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারপতি হয়ে সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন। প্রার্থী হয়ে উনি ভাবছেন, এটাও বিচারালয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন। আরে আগে দেহত্যাগ করুন, লজ্জা ঢাকুন। কী বলব তাঁকে? আপনারা নাম বলবেন। তাঁকে বিতাড়িত করে দিন। আপনি বিচারব্যবস্থার কলঙ্ক। ছিলেন বিকাশরঞ্জনের জুনিয়র। এখন গদ্দারের সিনিয়র। আগে দেবাংশুর সঙ্গে লড়ুন, তার পর মমতাকে গালাগালি করবেন। আমরা এখানে অন্য প্রার্থী দিইনি ইচ্ছে করি। ছাত্র, যুবদের চাকরি খেয়েছেন, ছেড়ে দেব?”এরপর দেবাংশুর উদ্দেশে তিনি বলেন, ”দেবাংশুকে বলব, এই তমুলক থেকে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের পরিবারকে সামনে এনে দুঃখের কথা বলো। মানুষের কথা বলো। ওদের সঙ্গে চলো।”
Hindustan TV Bangla Bengali News Portal