Breaking News

নাইট কার্ফু পালনে আরও কড়া পদক্ষেপ নবান্নের,জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধিনিষেধ আলগা হতেই করোনা ভাইরাস ভুলতে বসেছে সাধারণ মানুষ| শুধু কলকাতা বা পার্শ্ববর্তী জেলাগুলিতেও নয় | রাজ্যের প্রতিটি জেলাতেই মানা হচ্ছে না কোভিড বিধি| আবারও এ প্রসঙ্গে জেলা প্রশাসনকে কড়া চিঠি নবান্নের | মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর লেখা ওই চিঠিতে, ‘এখনই ব্যবস্থা না নিলে আগামীতে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে |’ বিশেষ করে নাইট কার্ফুতে যাতে সাধারণ মানুষ বাড়ি থেকে না বের হন তার জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলা প্রশাসনকে |করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাতে কলকাতা ও জেলায় জেলায় হোটেল রেস্তোরাঁর ওপরে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিল নবান্ন| মঙ্গলবার নবান্ন থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের কাছে | কোথাও নাইট কার্ফু ভেঙে হুল্লোড় করতে দেখলে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায় | নির্দেশিকায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে রাত ৯টা থেকে ভোট ৫টা পর্যন্ত কঠোরভাবে নাইট কার্ফু পালন করতে হবে | রাতে কাউকে অকারণে ঘোরাফেরা করতে দেখলে পদক্ষেপ করতে হবে পুলিশকে | এছাড়া কলকাতা ও জেলার হোটেলগুলিতে রাতে নিয়মভেঙে কোনও রকম পার্টি বা হুল্লোড় চলছে কি না সেদিকেও নজর রাখতে হবে পুলিশকে | কেউ মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে তাঁর বিরুদ্ধে মহামারি আইন প্রয়োগ করতে হবে | প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় নজরে পড়েছে আইনভাঙার নানা ছবি | কলকাতা থেকে জেলায় রাতে কার্ফু অমান্য করে যুবক যুবতীদের পার্টি করতে দেখা গিয়েছে | কলকাতার পার্ক হোটেলে এমনই এক পার্টি থেকে ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ | একই রকম ঘটনার খবর পাওয়া গিয়েছে শিলিগুড়ি থেকেও | গত সপ্তাহান্তে পার্ক স্টিটে আইন ভেঙে বহু তরুণ-তরুণীকে হুল্লোড় করতে দেখা যায় | এর পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *