নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শহরে ফের ভুয়ো অফিসারের খোঁজ | নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করত সুমন ভৌমিক নামে ওই যুবক | অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা | সে আবার একসময়ে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ারের চাকরি করত বলে জানা গিয়েছে | পুলিশ জানিয়েছে, ধৃত সুমন একসময় কলকাতা পুলিসে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করত | অথচ নিজেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিত বলে অভিযোগ | তার বিরুদ্ধের নির্দিষ্ট অভিযোগ রয়েছে, ভুয়ো টেন্ডারের মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে ৪৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছে | এই মর্মে লিখিত অভিযোগ পাওয়ার পর তত্পর হন লালবাজারে গোয়েন্দারা |এরপর তদন্তে নেমে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রতারককে | কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকেই একের পর এক ভুয়ো আধিকারিকের খোঁজ পাওয়া যাচ্ছে | ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের ঘটনা থেকে রাজ্য জুড়ে নীল বাতি দেওয়া গাড়ি এবং বিভিন্ন স্টিকার দেওয়া গাড়ির ওপর কড়া নজরদারি শুরু করেছে পুলিশ | গোটা রাজ্য জুড়ে এখন জালিয়াতি নিয়ে তোলপাড় | গতকালই রাজশ্রী ভট্টাচার্য নামে এক ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেফতার করা হয়েছে | এই তালিকায় নবতম সংযোজন সুমন ভৌমিক |