Breaking News

সরকারি ভাতা না পেলে দুর্গাপুজো করবেন না মালদহের পুরোহিতরা,তারই প্রতিবাদে সোমবার মালদহে মিছিল করল পুরোহিতরা!

দেবাশীষ পাল, মালদহ :- সরকারি ঘোষণার পরেও মিলছে না পুরোহিতদের ভাতা | হাতেগোনা যে কয়েকজন ভাতা পেয়েছিলেন সেটাও বন্ধ হয়ে গিয়েছে |ভাতা না পেলে পুজো বন্ধ রাখার হুশিয়ারি দিলেন পুরোহিতরা | আসন্ন শারদীয়া উৎসবের আগে হুমকি বঙ্গীয় পুরোহিত সভা মালদহ শাখার | এই মর্মে সোমবার মালদহে মিছিল করল পুরোহিতরা |এদিন শহরের পুরাটুলি বাঁধ রোড থেকে এই মিছিল শুরু করেন | গোটা মালদহ শহর পরিক্রমা করে মালদহ জেলা পোস্ট অফিসের সামনে জমায়েত হয় | পুরোহিতের ভাতা প্রদান, বিপিএল তালিকাভুক্ত করতে হবে ও বিগত কয় মাস থেকে ভাতা পাছেন না সহ একাধিক দাবি নিয়ে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে |
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ছোট-বড় মিলিয়ে মালদহ জেলায় প্রতিবছর হাজার দেড়েকের বেশি দুর্গাপুজো হয়ে থাকে | শুধুমাত্র মালদহ ও পুরাতন মালদা শহরে সংখ্যাটি কয়েকশো | এর মধ্যে বাড়ির পুজোও রয়েছে | করোনা আবহে গত বছর থেকে পুজোর আয়োজনে ভাটা পড়লেও, দুর্গাপুজো হয়েছে | কিন্তু এবার পুরোহিতরা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে তাঁরা অনড় থাকলে কী হবে সেটা ভেবেই কূল পাচ্ছেন না কেউ | এই বিষয়ে বঙ্গীয় পুরোহিত সভার সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ২০২০ সালে দুর্গাপুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন | এরপর দেখা গিয়েছে কোনও তথ্যতালাশ না করেই কয়েকজন পুরোহিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢোকানো হয়েছে| তারপর থেকে মালদহ জেলা প্রশাসনিক ভবন এবং সমস্ত ব্লকে পুরোহিতদের ডেকে অনুসন্ধান করা হচ্ছে | কিন্তু এখনও পর্যন্ত কোনও পুরোহিত ভাতা পাননি | তিনি আরও বলেছেন, “প্রথমে যাঁরা ভাতা পেয়েছিলেন তাঁদের অ্যাকাউন্টেও আর কোনও টাকা ঢোকেনি | মালদহ জেলায় প্রায় সাত হাজার পুরোহিত রয়েছেন | তার মধ্যে গত বছর প্রায় ৪০০ জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল | এবার পুজোর আগে যদি আমাদের ভাতা চালু না হয় তবে জেলার কোনও পুরোহিত দুর্গাপুজো করবেন না |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *