প্রসেনজিৎ ধর,কলকাতা :- হেস্টিংসে বিজেপির কার্যালয়ে ন’তলায় ৮১১ নম্বর ঘরটি এখনও বরাদ্দ রয়েছে খাতায় কলমে লেখা বিজেপি নেতা রাজীব বন্দোপাধ্যায়ের নামে | গত রাতে সেই ঘর থেকে সরেছিল রাজীবের নামফলক | ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তা ফিরে এল | একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপির গলার কাঁটা হয়ে উঠেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় | প্রকাশ্যে বিজেপি বিরোধিতা থেকে শুরু করে শাসকদলের নেতা-মন্ত্রীদের বাড়িতে যখন তখন রাজীবের উপস্থিতি, নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে পদ্ম শিবিরে | বিজেপির হেস্টিংসের দফতর | সেখানকার নবম তলায় ৮১১ নম্বর ঘর | এই ঘরটি বরাদ্দ ছিল ভোটের আগে ‘নাটকীয়’ভাবে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য | রবিবার পর্যন্ত এই ঘরে রাজীবের নেমপ্লেট দেখা গিয়েছিল | কিন্তু সোমবার আচমকাই দেখা যায় সে ঘরের দরজায় নেমপ্লেটের জায়গা ফাঁকা | নতুন কোনও নামের অপেক্ষায় | এরপরই উঠে আসে প্রশ্ন, তবে কি এবার বিজেপি থেকে ছেঁটে ফেলা হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে! এই নেমপ্লেট সরানো কি তারই প্রথম ধাপ? কিন্তু এ নিয়ে প্রকাশ্যে বিজেপির কেউই কোনও মন্তব্য করেননি | বরং কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, ওই দরজায় আবারও রাজীবের নাম সম্বলিত একটি প্লেট লাগানো হয়েছে | কিন্তু খবর ছড়ানোর পর বিকেলেই ফিরল রাজীবের নামাঙ্কিত নেমপ্লেট | বলে রাখি, ওই ঘরটি এখন ব্যবহার করা হচ্ছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী কাজে | এ প্রসঙ্গে অবশ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বক্তব্য, “বিজেপি নেমপ্লেটের রাজনীতি করে না | ঘর আসবে, যাবে | নেমপ্লেটও থাকবে, যাবে | কিন্তু দলের পতাকা থেকে যাবে | নেমপ্লেটের বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য শঙ্কুদেব পন্ডার প্রতিক্রিয়া,’ঘরে কাজ হচ্ছে | নেমপ্লেট কেউ খোলেনি|’